বুড়িমারীতে চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা, আহত ট্রেন চালক

বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক জহুরুল ইসলামসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন ।

শনিবার, ২৬সেপ্টেম্বর বেলা ১২টার পরে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের ঘুন্টি নামক এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানাগেছে, বেলা ১২টায় বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে লালমনিরহাট দিকে যাচ্ছিলো। স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দুরে ঘুন্টি নামক স্থানে ট্রেনটি পাথরবোঝাই ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি আনলোডিংয়ের জন্য পিছাতে গিয়ে চলন্ত ট্রেনের সামনে পাড়ে যায়।

এতে ট্রেনের ইঞ্জিনের ডানদিক ও ট্রাকটি মুচড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে লাফিয়ে পালিয়ে যায়। কিন্তু ট্রেনের চালক জহুরুল ইসলাম বেশ কয়েকজন যাত্রী আহত হন।

বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী জানান,  দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। আধঘন্টা ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।  

চালকের আঘাত গুরুতর নয় বলে জানান তিনি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এনএ/রাতদিন