করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটে কর্মরত আমিনা খাতুন (৫২) নামের আরও এক নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর সকালের দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি শহরের মেদ্দাপাড়া মহল্লার শিক্ষক জাহাঙ্গীর আলমের স্ত্রী।
এর আগে গত ৩ নভেম্বর ওই নার্সিং ইনস্টিটিউটের আরেক ইন্সট্রাক্টর রহিমা খাতুন (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
জানা গেছে, কিছু দিন আগে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাসহ ৯ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে নার্সিং ইন্সট্রাক্টর আমিনা খাতুন গত ২১ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুররের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে করোনা ইউনিটের রেডজোনে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার সময় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ দুই নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এবি/রাতদিন