শিখ ধর্মগুরুকে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করেই দিল্লির গুরুদুয়ারায় গেছেন। সেখানে গিয়ে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন তিনি।

রবিবার(২০ডিসেম্বর) দিল্লির ওই গুরুদুয়ারায় উপস্থিত জনতার সঙ্গে সেলফিও তোলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি গুরুদুয়ারায় গেলেও বিশেষ কোনো নিরাপত্তাব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রীর উপস্থিতির ফলে সেখানে জনতার যাওয়া-আসাতেও বিঘ্ন ঘটেনি।

অনেকেই মনে করছেন, দিল্লি সীমান্তে কৃষকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের প্রধানমন্ত্রীর গুরুদুয়ারা যাওয়ার মধ্যে যথেষ্ট তাৎপর্য রয়েছে।

নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানান, সাহস ও করুণার প্রতিলিপি তেগ বাহাদুরের জীবন। শহীদ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অখণ্ড সমাজের জন্য তার আদর্শ মেনে চলা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

এনএ/রাতদিন