দিনাজপুর শিক্ষাবোর্ডে এগিয়ে মেয়েরা
এবারের জেএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ-৫ কিংবা পাশের হার সব কিছুতেই এগিয়ে তারা।
বোর্ড সূত্র মতে, এবার দুই লাখ ৪৮ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৮৫৮ জন এবং ছাত্র এক লাখ ১৯ হাজার ৫৩১ জন।
ছাত্রীদের পাশের হার ৮২ দশমিক ৯০ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। যা ছেলেদের চেয়ে মেয়েদের হার ২.৬৪ শতাংশ বেশী।
অপরদিকে জিপিএ-৫ প্রাপ্ত ছয় হাজার ৩০৩ জনের মধ্যে মেয়ে ৩ হাজার ২৫৯ জন এবং ছেলে তিন হাজার ৪৪ জন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এএল-০৯/২৪.১২.১৮