রংপুরে ফণীর প্রভাবে গাছাপালা ভেঙ্গে পড়েছে, ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রংপুরে গাছপালাসহ ফসলের ক্ষতি হয়েছে। শনিবার, ৪ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়ে। দিনভর থেমে থেমে বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে অন্তত ৫০টি গাছ ভেঙে পড়েছে বলে জানা গেছে। এছাড়া বোরো ও ইরি ধানসহ অন্যান্য ফসলও মাটিতে শুয়ে পড়েছে। ।

জানা গেছে, রংপুর নগরীর টার্মিনাল রোডে পুরণো একটি গাছ ভোরের দিকে ভেঙে পড়ে। জেলার মিঠাপুকুরের শঠিবাড়ি, সেরুডাঙ্গা, বদরগঞ্জের রামনাথপুরের ধাপপাড়া, পীরগাছায় তাম্বুলপুর ও দেউতি এলাকাতেও বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে।

এদিকে ফণীর প্রভাবে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সাথে ছিল ঝড়ো বাতাস। দুপুরের দিকেও একই অবস্থা বিরাজ করে।

রংপুরের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, ‘ফণী দুর্বল হয়ে পড়ায় রংপুরে বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারেনি।’

রংপুর অঞ্চলে ফণীর প্রভাবে বাতাসের গতিবেগ ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার ছিল বলে জানিয়েছেন তিনি।

এইচএ/রাতদিন