ঈদে সন্তানদের বায়না মেটাতে ব্যর্থ হয়ে বাবার আত্নহত্যা!

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামে ঘরের ভেতর থেকে সেলিম হোসেন (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার, ২১ মে দুপুরে শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধরনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনা আগে সেলিম হোসেনের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছে বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম তার ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এইচএ/রাতদিন