দেশে শান্তি-সম্মৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনার মধ্য দিয়ে রংপুরে উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গঙ্গাচড়ার তালুক হাবু সাতান্ন জামাত ঈদগাহ্ ময়দানে। এখানে নামাজ আদায় করেন জাতীয় পার্টির মহাসচিব সাংসদ মসিউর রহমান রাঙ্গাঁ।
বুধবার, ৫ জুন সকাল সাড়ে আটটায় রংপুর নগরীর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান কালেক্টরেট ঈদগাহ্ েপবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অন্তত ২০ হাজার মুসল্লি অংশ নেয়। এদিকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টি ঈদগাহ্সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আর পুরো জেলায় অন্তত এক হাজার ২০০ ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা প্রশাসক এনামুল হাবিব।
এদিকে একই সময়ে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।
নামাজ আদায় শেষে মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকার ঈদগাহ্ মাঠগুলো যেন পরিণত হয় মিলন মেলায়। নামাজ শেষে ধনী-গরিব নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অপরের সাথে কোলাকুলিসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এইচএ/রাতদিন