উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান জানিয়েছেন ।
তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের ইতোমধ্যে কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
শনিবার, ৯ মার্চ বিকেলে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোখলেছুর রহমান।
নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন।’
তিনি আরো বলেন, কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবি/রাতদিন