আগামীকাল থেকে রংপুর বইমেলা

রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে আট দিনব্যাপী রংপুর বইমেলা। শুক্রবার, ৫ এপ্রিল বিকেল তিনটায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এনামুল হাবীব জানান, মেলায় এবার ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলা চলাকালে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে সার্বিক শিক্ষা উন্নয়নের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অনিবার্য সূচক হলো প্রতিটি মানুষকে সচেতন ও স্বশিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে সুশিক্ষিত, মননশীল, জ্ঞাননির্ভর এবং সর্বোপরি দুর্নীতি ও কুসংস্কারমুক্ত আধুনিক সমাজ গঠন। আর এই লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান এবং একটি অপরিহার্য অনুষঙ্গ হলো ‘গ্রন্থ’।

আগামী শুক্রবার, ১২ এপ্রিল শেষ হবে রংপুর বইমেলা।

এইচএ/রাতদিন