লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে এ ধরণের একটি চিঠি লালমনিরহাটে এসেছে বলে জানা গেছে।
শুক্রবার, ৮ মার্চ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান।
আদিতমারী উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম রাতদিননিউজকে জানান, আদিতমারী উপজেলায় নির্বাচনের পরিবেশ বিরাজমান না থাকায় নির্বাচন কমিশনের আদেশক্রমে কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিত করার আদেশ পাওয়া গেছে।
এদিকে নির্বাচন কমিশনের একটি বিশ্বস্ত সূত্র জানায়, আদিতমারী উপজেলা নির্বাচনে একটি মহল অব্যাহতভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে-এমন অভিযোগের ভিত্তিতে গোপন তদন্ত করে নির্বাচন কমিশন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হলো।
আগামী ১০ মার্চ আদিতমারী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।