সাত দিনের কম সময়ের জন্য চালু থাকা সকল ইন্টারনেট প্যাকেজ বন্ধ হচ্ছে চলতি মাসেই। ২৭ জানুয়ারীর পর এধরনের প্যাকেজ আর থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক গতকাল, ১৬ জানুয়ারী এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন। এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল বিটিআরসি। তবে, ঘোষণার পরপরই ওই নির্দেশ স্থগিত করা হয়।
টেলিকম রিপোর্টারস নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ওই সভায় বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সবগুলোর মেয়াদ ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাতদিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না।’
ডেটা প্যাকেজ ব্যাবহারে নতুন নিয়মও চালু করবে বিটিআরসি। এ প্রসঙ্গে বিটিআরসি’র এক কর্মকর্তা জানান, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।