উপজেলা নির্বাচন : জরিপে এগিয়ে থাকারাই ‘নৌকা’ পাবেন

আসছে উপজেলা পরিষদ নির্বাচন জোটগতভাবে হবে না।  ভোট দলীয় প্রতীকে হবে বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আগামী উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে। আমরা জোটগতভাবে উপজেলা পরিষদ নির্বাচন কখনও করিনি, এবারও করব না’।

শরিক দলের কোনও প্রার্থীকে নৌকা দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘শরিকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন প্রত্যেকে যার যার মতো করে উপজেলা নির্বাচনে অংশ নেয়’।

মঙ্গলবার, ১৫ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  এ কথা বলেন। ঢাকায় আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর শাখার বর্ধিত সভায় তিনি বক্তব্য রাখছিলেন।

তিন বলেন, ‘সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামীলীগের সভাপতি তাদের স্বাক্ষরসহ সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন। সেখান থেকে মনোনয়ন বোর্ড একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন’।

‘এছাড়া নেত্রীর জরিপ হয়েছে, সেই জরিপে যারা এগিয়ে এবং যোগ্য তাদের মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়া হবে’ বলেও উল্লেখ করেন তিনি। দেশের অনলাইন গণমাধ্যমগুলো ঘেঁটে জানা গেছে এসব তথ্য।

এইচএ/১৫.০১.১৯

মতামত দিন