উপজেলা পরিষদের উদ্যোগে সৈয়দপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

উপজেলা পরিষদের উদ্যোগে ১৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়।

সোমবার, ১৫ জুলাই দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের কাছে ওই হুইল চেয়ার হস্তান্তর করেন।

এ সম্পর্কিত আরও খবর...

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা.সানজিদা বেগম লাকী।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম জানান, ২০১৮-২০১৯ইং অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে ওই ১৫টি হুইল চেয়ারম্যান ক্রয় করা হয়।  

জেএম/রাতদিন