মাদারীপুরের শিবচরে এবার দিল্লি একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার, ১১ মার্চ বিকেলে জ্বর-কাশিসহ কিছুটা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার বিকেলে জ্বর-কাশিসহ কিছুটা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ওই ব্যক্তি। তাকে আমরা হোম কোয়ারেন্টাইনে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। স্বাস্থ্য বিভাগের কর্মচারীকে সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঋতু পরিবর্তনের কারণে অনেকেরই ঠান্ডা জ্বর ও কাশি হতে পারে। এ সকল রোগীর ক্ষেত্রে তিনি যদি সম্প্রতি কোনো বিদেশ ভ্রমণ করেন তাহলে সন্দেহটা বেশি থাকে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তি সম্প্রতি দিল্লি থেকে এসেছেন।
এবি/রাতদিন