ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারোর দেহে তৃতীয়বারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়। দুই সপ্তাহে তিনবার তার দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল।
বুধবার, ২২ জুলাই প্রেসিডেন্ট বোলসোনারোর চিকিৎসক দল এই তথ্য জানান।
বোলসোনারো বর্তমানে তার সরকারি বাসভবনে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে রয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ভয়েস অফ আমেরিকা।
প্রেসিডেন্টের চিকিৎসকরা জানান, প্রেসিডেন্ট সুস্থ আছেন। তবে আগামী দিনগুলোতে তার নির্ধারিত দুটি রাজ্য সফর করার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রেসিডেন্ট বোলসোনারো ও তার প্রশাসনের ৪ জন মন্ত্রী করোনায় আক্রান্ত। ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হাইড্রোক্সিকলোরোকুইন দিয়ে তাদের করোনার চিকিৎসা করা হচ্ছে। তবে বিজ্ঞানীরা করোনার চিকিৎসায় এই ওষুধের সাফল্যের বিষয়ে এখনো কোনো প্রমাণ পাননি।
দেশটিতে করোনা মহামারীর শুরুর দিকে এ সঙ্কট মোকাবেলায় তুচ্ছ-তাচ্ছিল্য কর শব্দ ব্যবহার করেছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। এতে করে নিজ দেশে ও বিদেশে তার ব্যাপক সমালোচনা হয়।
এদিকে দেশটিতে করোনায় এ পর্যন্ত ৮২ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩১ হাজার ৮৭১ জন।