কর্তব্যরত অবস্থায় রাজধানীর সড়কে প্রাণ গেল নীলফামারীর খায়রুলের

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় খায়রুল ইসলাম (৩৫) নামে ট্রাফিক পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তিনি ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর উপজেলার জাগতি গ্রামে।

শুক্রবার, ৫ জুলাই দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কালের কন্ঠ অনলাইনের খবরে বলা হয়েছে।

নিহত খায়রুল ইসলামের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ডেমরা ট্রাফিক জোনের টিআই গোলাম মোস্তফা বলেন, ট্রাফিক পুলিশের এএসআই খায়রুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন।

এবি/রাতদিন