বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অব্যাহত আছে। অপরদিকে উপাচার্য ও রেজিস্ট্রারও বিশ্ববিদ্যালয়ে আসছেন না। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এক প্রকার অচল হয়ে পড়েছে।
১১ দফা দাবি আদায়ে ৪র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি অব্যহত রেখেছে কর্মকর্তারা অ্যাসোসিয়েশন।
অপরদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার, ১৪ মার্চ কর্মবিরতি অব্যহত রেখেছে চতুর্থ শেণি কর্মচারী ইউনিয়ন ।
কর্মচারীদের দাবীগুলোর মধ্যে রয়েছে, আগামী সিন্ডিকেটের আগে কর্মচারীদের নীতিমালা পাশ, চলতি মাসেই ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পরিশোধ, দ্রুত পেনশন নীতিমালা বাস্তবায়ন, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীদের চাকরীতে পুনর্বহাল, দূরের কর্মচারীদের জন্য গাড়ি ও আবাসন সুবিধা নিশ্চিত করা, কর্মচারী ইউনিয়নের সভাপতিকে লাঞ্চিত করার ঘটনার বিচার করা, কর্মচারী নিয়োগ কমিটিতে কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি রাখা ও মাস্টারোল কর্মচারীদের চাকরি স্থায়ী করণ।
এ বিষয়ে কথ বলতে বৃহস্পতিবারও ফোনে পাওয়া যায়নি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কমিলমউল্লাহ এবং রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালকে।
এইচএ/রাতদিন