আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৮০ জনেরও বেশি মানুষ।
শনিবার, ১৭ আগস্ট পশ্চিম কাবুলের দুবাই হোটেলে স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন। খবর বিবিসির।
কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৬৩ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল এবং পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এ পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
জেএম/রাতদিন