বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ১৬ ইউনিয়নে একযোগে যৌথভাবে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং তাঁর পুত্র রাকিবুজ্জামানের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার আটটি এবং আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নেই আজ শনিবার সকালে থেকে পৃথক পৃথক কর্মসূচি শুরু করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোক র্যালি, আলাচনা, বৃক্ষরোপন ও অসহায়দের মাঝে খাবার বিতরণ।
দিনটি উপলক্ষে কালীগঞ্জের অসহায় ৫০০ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করা হয়েছে। এদিকে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানার শিশুদের জন্য এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এবি/রাতদিন