লালমনিরহাটের কালীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। উপজেলার কাকিনা এলাকায় রেল লাইনের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার, ১৯ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে কাকিনার শান্তিগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করে রেল পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের দিকে ওই এলাকায় রেললাইনের পাশে একটি ছিন্নভিন্ন লাশ দেখতে পায় তারা। কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লালমনিরহাট জি আর পি থানায় খবর দেয়। পরে রেলপুলিশ লাশটি উদ্ধার করে।
লালমনিরহাট জিআরপি থানার (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুস্কৃতিকারীরা অন্য কোথাও হত্যা করে লাশটি রেল লাইনে ফেলে রেখে যেতে পারে। অধিকতর তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
জেএম/রাতদিন