কালীগঞ্জে সেই স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া সেই নয়টি ল্যাপটপের মধ্যে পাঁচটি উদ্ধার করেছে পুলিশ। এসময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার, ৭ জুলাই কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সজীবের(২০) বাড়ি থেকে ল্যাপটপগুলো উদ্ধার করে। উপজেলার কাজিরহাট বাণীনগরের কুতুব উদ্দিনের ছেলে সজীব।

ওসি জানান, চুরি যাওয়া বাকি চারটি ল্যাপটপ সজীবের সহযোগীদের কাছে আছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। তারা পাঁচজন মিলে এ চুরির ঘটনা ঘটায়।

গত ১৮ মে বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রায় তিন লাখ টাকা মূল্যের  ল্যাপটপগুলো চুরি হয়েছিল।

জানাগেছে, করোনার কারণে দীর্ঘদিন থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। তবে রাতে বিদ্যালয়ে এক প্রহরী থাকেন। ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য বিদ্যালয়ের পাশের এক বাড়িতে যান তিনি। ওই সময় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙে ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরদল।

ওই ঘটনায় বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার কারো নাম উল্লেখ না করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।

এবি/রাতদিন