কুড়িগ্রাম সীমান্তের নালা থেকে নারীর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম বাগভান্ডার গ্রামের ভারতীয় সীমান্ত থেকে জরিনা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ২১ অক্টোবর দুপুরে দিকে ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম বাগভান্ডার গ্রামের জিরো পয়েন্টের একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত রোববার উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম বাগভান্ডার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জরিনা বেগম নিখোঁজ হয় । পরে সোমবার সকালে জিরো পয়েন্টের কাছে একটি নালার পানিতে পড়ে থাকা অবস্থায় নারীর মরদেহটি দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে ভূরুঙ্গামারী থানায় খবর দিলে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, কোন কারণে মৃগী রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এন এ/ রাতদিন