গাইবান্ধা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কেএম রেজাউল হক (সম্পাদক, দৈনিক মাধুকর) সভাপতি, আবু জাফর সাবু (দৈনিক জনকণ্ঠ) সাধারণ সম্পাদক হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন।
রোববার, ২৭ ডিসেম্বর প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও নতুন বছরের বাজেট বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন করা হয়।
এছাড়া সর্বসম্মতিক্রমে ২০২১-২০২৩ সালের ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরম্নল আলম জাহাঙ্গীর (করতোয়া), আব্দুস সামাদ সরকার বাবু (ঘাঘট), দীপক কুমার পাল (জনসংকেত), অমিতাভ দাশ হিমুন (কালেরকণ্ঠ ও দেশটিভি), নুরম্নজ্জামান প্রধান (যুগের আলো), যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন (বিটিভি), সিদ্দিক আলম দয়াল (মাছরাঙা টেলিভিশন), ইদ্রিসউজ্জামান মোনা (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহকারী সম্পাদক শাহাবুল শাহীন তোতা (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মামুন (চ্যানেল ২৪ টিভি), কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী (অর্জন), প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী (সমকাল)।
এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার (আজকালের খবর ও ঢাকা টাইমস২৪ডটকম), সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম (ফোকাস বাংলা ও দৃক নিউজ), পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম (চাঁদনী বাজার), ক্রীড়া সম্পাদক নজরম্নল ইসলাম (ভোরের পাতা), দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু (ইন্ডিপেনডেন্ড টিভি), কার্যনির্বাহী কমিটির সদস্য ফেরদৌস ইসলাম খান (আজকের প্রত্যাশা), খুরশিদ বিন আতা খসরু (আলোকিত গাইবান্ধা), খায়রম্নল ইসলাম (আমাদের সময় ও উত্তর বাংলা ডটকম), সরদার মো. সাঈদ হাসান লোটন (চলমান জবাব), এবিএম ছাত্তার (মানবকণ্ঠ), রজতকান্তি বর্মন (বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক চলমান জবাব)।
এনএ/রাতদিন