ফরিদপুরের সদরপুর থানার এক ব্যক্তি গাছের মগডালে কাজের উদ্দেশ্যে উঠে হটাৎ করেই স্ট্রোক করেন। অচেতন হয়ে যাওয়ার কারণে তাকে কোনো ভাবেই গাছ থেকে নামাতে পারছিলেন না তার স্বজনরা।
সেই পরিস্থিতিতে তাদের মাথায় আসে দমকল বাহিনীর কথা। দমকল বাহিনীর কর্মীদের ফোন করে ঘটনার বিবরণ এবং ঠিকানা দেওয়ার পাঁচ-ছয় মিনিটের মাথায় তাদের অভিজ্ঞ টিম হাজির হয়।
গাছে আটকাপড়া ব্যক্তির স্বজনরা বলছেন, আল্লাহ’র অশেষ রহমতে এবং দমকল বাহিনীর কর্মীদের কৌশলে ওই ব্যক্তিকে গাছ থেকে নিচে নামানো সম্ভব হয় খুব দ্রুত। তারপর তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার চিকিৎসা করেন এবং সুস্থ করে তোলেন।
এজন্য সদরপুর ফায়ার সার্ভিসকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছেন ওই ব্যক্তির স্বজনরা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির এক স্বজন লিখেছেন, দমকল বাহিনীর কর্মীরা খুব আন্তরিকতার সাথে এবং খুব দ্রুত সাধারণ মানুষদেরকে সেবা দিয়ে থাকেন। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।
এইচএ/রাতদিন