ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় লালমনিরহাটের পাটগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার, ৭ জানুয়ারি দুপুরে ওই উপজেলার সরকারী জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ গেটের সামনে বুড়িমারী-ঢাকা সড়কে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশ নেয় শতাধিক ছাত্র-ছাত্রী। এ সময় তারা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রীসহ সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার দাবী করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সরকারী জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ শিক্ষার্থী আল মামুন শুভ, রাহুল মহাজন, হোসাইন মুহাম্মদ রায়হান, মিল্লাত হোসেন, শাকিল আহম্মেদ, ফারজানা আক্তার রুমি, রুমিতা, আহসান হাবিব, পরস মনি, আলিমুন জান্নাত অরনি প্রমুখ।