দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারে জিতে ফাইনালে উঠেছে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব।
শুক্রবার, ৩১ জানুয়ারী বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে এই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ও সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। টাইব্রেকারে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ৩- ২ গোলে সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠে।
প্রথমার্ধে ৮ মিনিটের মাথায় ৩টা ৫৮ মিনিটে সিরাজগঞ্জ জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি প্রথম গোল করে। দলের ৩ নম্বর জার্সিধারী মো. ভুট্টু চিত্তাকর্ষক এই গোলটি করেন।
প্রথমার্ধের ৩৮ মিনিটে পেনাল্টির মাধ্যমে সমতায় ফিরে পার্বতীপুর ইয়ং স্টার ক্লা। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়।
আগামী ৭ ফেব্রæয়ারি, শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে টুর্নামেন্টের তিন তিন বারের চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমির মুখোমুখি হবে দিনাজপুরের পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব।
প্রসংগত, চতুর্থবারের মতো “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি ” শ্লোগানকে নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি । গত ৩ জানুয়ারী থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পার্বতীপুর ও সৈয়দপুরসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।