রমজান মাসে দিনাজপুরে মদ বিক্রি বন্ধ

পবিত্র রমজান মাসে দিনাজপুরে মদ ও মাদক জাতীয় দ্রব্য বিক্রি না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম। এসময় মদের দোকান ও পানশালা বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে ওই আদেশে।

গত ১৮ এপ্রিল জেলার আইনশৃঙ্খলা সভায় রমজানের পবিত্রতা রক্ষায় জেলার মদের দোকান বন্ধের দাবির প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার, ৭ মে থেকে ৩০ দিনের জন্য লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলো বন্ধের আদেশ বহাল হয়।

গতকাল সোমবার দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালককে আদেশ বাস্তবায়ন করে নিয়মিত প্রতিবেদন দাখিলের জন্য এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি মনিটরিং করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, বীরগঞ্জ ও সদর উপজেলায় মোট লাইসেন্সপ্রাপ্ত ছয়টি মদের দোকান রয়েছে। এ ছাড়া সদর উপজেলায় একটি লাইসেন্সপ্রাপ্ত ‘বিলেতি’ মদের দোকান রয়েছে। জেলায় মদপানের লাইসেন্স রয়েছে ২ হাজার ২৫০ জনের।

জেলা প্রশাসকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার সুধীজন।

জেএম/রাতদিন