নারী ও শিশু ধর্ষণ বন্ধ, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনের প্রতিপাদ্য ছিলো ‘ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণের শাস্তি ফাঁসি চাই’।
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেবার সূর্যদয় নামে একটি সামাজিক সংগঠন এটি আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল।
অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম নয়ন, উপজেলার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাদুন্নবী উজ্জ্বল, গড্ডীমারি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাসুম, স্পোর্টস এসোসিয়েশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আজাদ, ঢাকা কলেজস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যান পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মুন্না মানবন্ধনে অংশ নেন।
এসময় আয়োজিত পথসভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।