পঞ্চগড় থেকে কক্সবাজার নৌপথ চালু হবে

পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত নৌপথ চালু হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এজন্য পুনর্ভবা, আত্রাই, পদ্মা, গড়াই নদীসহ অন্য নদী খনন করা হবে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার,২৬ সেপ্টেম্বর বিশ্ব নৌ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এবং নৌপরিবহনের অগ্রগতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে নৌপরিবহন সেক্টরে যে উন্নতি হয়েছে, বিগত সময়ে তা হয়নি। পায়রা বন্দর নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ এখন স্বপ্ন দেখছে। সেখানে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ছয়টি জাহাজ সংগ্রহ করেছে, আরও ১০ জাহাজ সংগ্রহের কাজ চলমান। শুধু অর্থনীতি নয়, কর্মক্ষেত্রে সুযোগ ও সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার।’

এইচএ/রাতদিন