শুক্রবার, ১৫ মার্চ দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে বন্দুকধারীর হামলায় তিন বাংলাদেশিসহ অনন্ত ৪৯ জন নিহত হয়েছে। হামলার সময় বাংলাদেশি বংশদ্ভূত মোহন ইব্রাহীম মসজিদে ছিলেন। তিনি কৌশলে পালাতে সক্ষম হন। তবে পালানোর আগে নিজ চোখে দেখেছেন সেই নির্মম হত্যাযজ্ঞ।
মোহন ইব্রাহীম বিবিসিকে দেয়া স্বাক্ষাৎকারে বলেন, ‘আমি আজ যা দেখেছি, কখনো চিন্তাও করিনি সেরকম কিছু আমার কখনো দেখতে হবে। টানা ১০-১৫ মিনিট গুলি চালায় বন্দুকধারী।’
যখন গুলি শুরু হয় তখন জান বাঁচাতে জানালা দিয়ে বের হয়ে গিয়েছিলেন ইব্রাহীম।
তিনি বলেন, ‘মসজিদে অনেকেই ছিলেন যাদের সাথে আমার নিয়মিত দেখা হতো, তাদের অনেকেই আর নেই। এই বিষয়টি একেবারেই মেনে নিতে পারছি না।’
ছাত্র হিসেবে পাঁচ বছর আগে নিউজিল্যান্ডে যান মোহন ইব্রাহীম। তিনি বলেন, ‘এমন হতে পারে, আমি কখনো চিন্তাও করিনি। আমি এখানে পাঁচ বছর ধরে থাকি, আমি জানি যে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর একটি।’
এবি/রাতদিন