দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯০৬ জন।
আজ রোবরার, ১৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫৬৯ জন। এখন দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন।
নতুন করে সুস্থ হয়েছে ৬৮১ জন। এত বাংলাদেশের করোনা জয়ীর সংখ্যা এখন ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।
টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো, স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা। সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলা ইত্যাদি। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদেরা।
আরআই/রাতদিন