ফেসবুকে এবার নতুন এক বিষ্ময়কর প্রযুক্তি যোগ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই প্রযুক্তির মাধ্যমে ব্রেনের ভাবনা পড়ে টাইপ করতে পারবে ফেসবুক। অর্থাৎ যে কথা মনে আসবে, স্বয়ংক্রিয়ভাবে সেটি লিখে ফেলবে ডিভাইস।
২০১৭ সালের এফ৮ ডেভেলপার সম্মেলনে ফেসবুক জানায়, তারা ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রোগ্রাম নিয়ে কাজ করছে, যেটা ব্রেনের ভাবনা পড়ে টাইপ করতে পারবে। তারপর এতদিন বিষয়টি নিয়ে আর মুখ খোলেনি তারা।
প্রায় আড়াই বছর পর প্রযুক্তিটির বিস্তারিত জানাল ফেসবুক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সঙ্গে ফেসবুক যৌথভাবে ডিভাইসটি তৈরি করছে।
গবেষণার অংশ হিসেবে তিনজন মৃগী রোগীর ব্রেনে তাদের অনুমতি নিয়ে অস্থায়ী ইলেকট্রোড ইনস্টল করা হয়। গবেষকেরা বলছেন, ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম ওই তিন ব্যক্তির মুখের কথা শেষ করার আগেই ৬১ শতাংশ ক্ষেত্রে সেটি বুঝতে পেরেছে।
গত কয়েক মাসে সফলতার হার ৭৫ শতাংশে উঠেছে। প্রতি মিনিটে ১০০ শব্দ লেখার সক্ষমতা অর্জন করার টার্গেট নিয়েছেন বিজ্ঞানীরা। যেখানে থাকবে ১ হাজার শব্দ। ভুলের হার প্রাথমিকভাবে ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ডিভাইসটি পোষাকের মতো পরিধান করলে এটি সক্রিয় হবে।
এনএইচ/ রাতদিন