পরপর দুই দিনে দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। অপ্রয়োজনে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শহরে প্রবেশের প্রতিটি রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট।
শুক্রবার, ১৭ এপ্রিল সকাল থেকে বদরগঞ্জ লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বদরগঞ্জ থেকে সবধরনের চলাচল নিয়ন্ত্রণ করতে নগরীর প্রবেশ দ্বারগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদের নেতৃত্বে শুক্রবার সকালে নিশবেতগঞ্জের ঘাঘট নদী সংলগ্ন রংপুর-বদরগঞ্জ সড়ক চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে লকডাউন বাস্তবায়ন করতে কোতোয়ালি থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে অকারণে সব ধরনের যান চলাচল বন্ধ করতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।