বল দখলের লড়াইয়ে রক্ত ঝরলো মেসির

বল দখলের লড়াইয়ে নাকে প্রচন্ড আঘাত পান বার্সালোনার তারকা লিওনেল মেসি। আঘাত এতটাই গুরুতর ছিলো যে, নাকের ভেতর থেকে রক্ত বেড়িয়ে আসে। আর রেফারী বাধ্য হন খেলা থামিয়ে দিতে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনালের এক পর্যায়ে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের হাতের আঘাতে এ ঘটনা ঘটে।

ম্যাচের ২৭তম মিনিটে মাঝ মাঠে স্মলিং বল দখলের লড়াইয়ে বলে হেড করতে গিয়ে হঠাৎ আঘাত করে বসেন মেসির মুখে। আঘাতটা লেগেছিল মূলত নাকের ভেতর।

সঙ্গে সঙ্গেই মাঠে নেমে আসেন বার্সার চিকিৎসক এবং তার সহকারী। মাঠের মধ্যেই শশ্রুষা চলে মেসির। অবশেষে আবার খেলা শুরু করতে সক্ষম হন রেফারি।

ম্যাচটি ছিলো প্রবল উত্তেজনাপূর্ণ । উত্তেজনার পারদ উপরে ওঠে, ম্যাচের শুরুতেই ম্যানইউয়ের লুক শ’র আত্মঘাতি ১-০ গোলে বার্সা এগিয়ে যাওয়ার পর।

ম্যাচটি বার্সার জন্য কতটা কঠিন ছিল, সেটা বোঝার জন্য নিচের এই ঘটনাই যথেষ্ট। আঘাত লাগার পর অনেকে বুঝতেই পারেননি, আসলে কোনো ঘটনা ঘটেছে। মুখ চেপে ধরে মেসি যখন মাঠের মধ্যে শুয়ে থাকেন, তখনই বিষয়টা সবার নজরে আসে এবং রেফারি ক্ষণিকের জন্য খেলা বন্ধ করে দেন।

এনএইচ/রাতদিন