একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে শনিবার, ১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করে দলটি।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে সভাপতিত্ব করেন ।
এই বিজয় সমাবেশে ভিন্নমাত্রা দিতে সমাবেশে ৫২ হাজার লাল-সবুজের পতাকা উড়িয়েছে দলটির অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। লাল-সবুজের পতাকা আর লাল ফিতা হাতে নিয়ে মাঠে দেখা যায় যুবলীগের ৫২ হাজার নেতাকর্মীকে।
এসবের পাশাপাশি তাদের হাতে ছিল দলীয় পতাকাও। যুবলীগের নেতাকর্মীরা এসব পতাকা নেড়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে স্বাগত জানান। ঢাকার অনলাইন গণমাধ্যমগুলো থেকে জানা গেছে এসব তথ্য।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জানান, প্রত্যেক ওয়ার্ড থেকে ৭০০ জন করে নেতাকর্মী এসেছে। তারা সবাই লাল-সবুজের গেঞ্জি পরে মিছিল নিয়ে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে উপস্থিত হয় বলে উল্লেখ করেন তিনি।
এমআরডি-১৯/০১/২০১৯