বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বাতিল না হলে রংপুর অচলের হুমকি

রংপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর দুপুরে সকল বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীরা নগরীর জাহাজ কোম্পানী মোড়ে সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দু’ধারে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগ পরিবর্তন আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক ওয়ালিদুন নুর আকাশ, সদস্য মাসরুর রাহমান তানজিন, সাইফুল ইসলাম, সুমাইয়া তাবাচ্ছুম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা, চট্টগ্রাম,রাজশাহী ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি চলছে। এর বাইরে ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছপদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে অপেক্ষাকৃত দূর্বল শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে না পেরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবেন না।

তারা আরও বলেন, করোনার আগে যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হত আমরা সেই পদ্ধতিই বহাল চাই। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলে রংপুরকে অচল করে দেয়া হবে।

এইচএ/রাতদিন