মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এই প্রশিক্ষণের আয়োজন করেছে। বিশ্বমানের ক্রিকেটার তৈরীর প্রত্যয়ে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
গত ১২ ডিসেম্বর বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন। তিনি এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাশেম।
সভাপতিত্ব করেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আজিজুল বারী বসুনিয়া।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
মাসব্যাপী এই ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আজিজুল বারী বসুনিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।