বিশ্বে করোনায় মৃত্যু পৌনে চার লাখ ছাড়ালো, শীর্ষ সাতে ভারত

বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কমছে। তবে আক্রান্তের সংখ্যা এখনো উর্ধ্বমুখী। গেল ২৪ ঘণ্টায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো লক্ষাধিক মানুষের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার, ২ জুন পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সারাবিশ্বে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ৪৩৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর...

এতে আক্রান্তদের ২৯ লাখ ৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনো চিকিৎসাধীন ৩০ লাখ ৮৫ হাজার ১৫১ জন, যাদের ৫৩ হাজার ৪০৩ জনের অবস্থা গুরুতর।

  • শীর্ষে যুক্তরাষ্ট্র: আক্রান্ত ও মৃতের হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশটিতে এখন মোট আক্রান্ত ১৮ লাখ ৫৯ হাজার ৩২৩ জন। আর ১ লাখ ৬ হাজার ৯২৫ জন ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে যে ১১ লাখ ৩৬ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে ১৬ হাজার ৯৪৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
  • দ্বিতীয়: আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃত্যুর দিক থেকে বিশ্বে এখন চতুর্থ অবস্থানে রয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম এ দেশটিতে মোট ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৪৬ জন। গুরুতর অবস্থায় আছেন ৮ হাজার ৩১৮ জন।
  • তৃতীয়: ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জন করোনারোগী নিয়ে আক্রান্তের হিসেবে তৃতীয় অবস্থানেই রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৮৫৫ জন এতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৩০০ জন।
  • চতুর্থ: আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে আছে স্পেন। দেশটিতে মোট  ২ লাখ ৮৬ হাজার ৭১৮ জন কোভিড-১৯ আক্রান্তের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৭ হাজার ১২৭ জন।  বর্তমানে দেশটিতে ৬১৭ জন করোনারোগীর অবস্থা গুরুতর।
  • পঞ্চম: আক্রান্তের হিসেবে পঞ্চম অবস্থানে থাকলেও যুক্তরাজ্য মৃতের হিসেবে আছে দ্বিতীয় অবস্থানে। দেশটিতে মোট করোনায় আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ৩৩২ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৯ হাজার ৪৫ জন ও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৫৯ জন।
  • ষষ্ঠ: আক্রান্তের হিসেবে দেশটি এখনো ষষ্ঠ অবস্থানে ও মৃতের হিসেবে আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে মোট ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন আক্রান্ত রোগীর মধ্যে ৩৩ হাজার ৪৭৫ জন ইতোমধ্যে মারা গেছেন।
  • সপ্তম: আক্রান্তের হিসেবে শীর্ষ সাতে উঠে এসেছে ভারত। দেশটিতে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৮ জনের। গুরুতর অবস্থা ৮ হাজার ৯৪৪ জনের।
  • অষ্টম: আক্রান্তের হিসেবে আট নম্বরে থাকা ফ্রান্স মৃতের হিসেবে পঞ্চম অবস্থানে রয়েছে। সেখানে মোট  ১ লাখ ৮৯ হাজার ২২০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২৮ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। আর ১ হাজার ৩০২ জনের অবস্থা গুরুতর।
  • নবম: আক্রান্তের দিক থেকে নয় নম্বরে রয়েছে জার্মানী। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৮ হাজার ৬১৮ জন।
  • দশম: শীর্ষ দশে থাকা পেরুতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৩৯ জন। দেশটিতে শারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

আর ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত নিয়ে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২১ নম্বরে। দেশে মৃতের সংখ্যা ৬৭২। চিকিৎসাধীণ রয়েছেন ৩৮ হাজার ২৬৫ জন।

জেএম/রাতদিন