বৃষ্টির আশা অস্ট্রেলিয়ায়

টেস্টে অনেক সময়ই পিছিয়ে থাকা দল বৃষ্টির অপেক্ষায় থাকে। তারা চায় কোনোভাবে সময় পার করে দিয়ে হার এড়াতে। কিন্তু এই প্রথম কোনো টেস্ট শুরু হওয়ার আগে দুই দলই আশা করছে বৃষ্টি। নীরবে প্রার্থনা করছে টানা বৃষ্টি নেমে ভিজিয়ে দিক মাঠ, গ্যালারি, পুরো শহর, অঞ্চল। কারণ আগামীকালের সিডনি টেস্ট হয়তো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ার জনজীবনের তুলনায় সেটা কিছুই না।

প্রতিপক্ষ দলও বলছে এমন সময়ে ক্রিকেট গুরুত্ব হারায়। নিউজিল্যান্ডের স্পিনার উইল সমারভিল জানিয়েছেন, ‘এটা ভয়ংকর, বিস্ময়কর যে এত দিন ধরে এটা চলছে। আমি জানি না এর চেয়ে বেশি আর কী বলতে পারি। অনেকেই বলছে ধোয়ার কারণে খেলায় সমস্যা হবে কিন্তু এতে কী আসে যায়! এই আগুন থামানোর জন্য মানুষ যা করছে তার তুলনায় এটা কিছুই না।’

সিডনির আকাশ এরই মাঝে নাকি ধোয়ায় অন্ধকার হয়ে এসেছে। আগামীকালের ম্যাচে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সে ব্যবস্থার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক টিম পেইন, ‘যদি ধোয়া দেখা যায়, আমরা মাঠ থেকে উঠে যাব।’ ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নেবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলব না। ম্যাচ অফিশিয়াল, বা সমর্থকদেরও না। আমাদের কর্মী বা মানুষদের নিয়েও ঝুঁকি নেব না।’

এনএ/রাতদিন