বেরোবি নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপন কর্মসূচি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার, ২০ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা জনাব এইচ এম তরিকুল ইসলাম সহ রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল, প্রক্টর আতিউর রহমান এবং জেলা ছাত্র কল্যানের ছাত্র উপদেষ্টা শহীদ মুখতার ইলাহী, হল ছাত্রলীগ সভাপতি হাসান আলী সহ নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মনুষত্বের আদর্শ প্রতীকি করতে বৃক্ষের কাছে মানুষ ঋণি। পরিবেশের সৌন্দর্য বাড়াতেও বৃক্ষ অনবদ্য ভূমিকা পালন করে।

বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার্থে এদিন রোপণ করা হয় নানান ধরনের সৌন্দর্য বর্ধক গাছ।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জীবন সাহা ও সাধারণ সম্পাদক শুভ হক সহ জেলা সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি বেরোবি শাখার সভাপতি জীবন সাহা বলেন, ‘ক্যাম্পাসে জেলা সমিতির উদ্যোগে এটাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি। এমন গঠনমূলক কাজে নাটোর জেলা সমিতি সব সময় পাশে থাকবে।’

এনএইচ/রাতদিন