বেরোবিতে স্নাতকে ভর্তি আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ নভেম্বর । চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

একই সঙ্গে ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.brur.ac.bd পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সদস্য সচিব কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা ও কমিটির অন্যান্য সদস্যরা।

এনএইচ/রাতদিন