বিনোদন কেন্দ্র ভিন্নজগতের সুইমিংপুলে গোসলে নেমে ডুবে মারা গেছে তানভীর হোসেন (৮) নামে এক শিশু। শনিবার, ৮ জুন বিকেলে এ ঘটনা ঘটে। তবে ভিন্নজগৎ কর্তৃপক্ষ এতে তাদের কোনো অবহেলা নেই বলে দাবি করেছে।
জানা গেছে, রংপুর নগরীর শালবন এলাকার বাবলু মিয়ার মেয়ে লায়লা বেগম ও তার স্বামী শ্যামল মিয়া কুমিল্লায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদ উপলক্ষে স্বামী ও সন্তান নিয়ে বাবার বাড়িতে আসেন লায়লা। শনিবার বিকেলে ছেলে ও ভাইকে সঙ্গে নিয়ে তিনি ভিন্নজগৎ বেড়াতে যান তিনি।
সেখানে মামা সাঈদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমে নিখোঁজ হয় তানভীর। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন সুইমিংপুল থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান জানান, শিশুটি তার মামার সঙ্গে বড়দের সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। ফলে বেশি পানিতে সে ডুবে মারা যায়।
এদিকে ভিন্নজগত কতৃপক্ষ বলছে, সেখানে শিশুদের জন্য আলাদা সুইমিংপুল আছে। কিন্তু সেখানে না গিয়ে শিশুটিকে তার মামা বড়দের সুইমিংপুলে নামিয়েছিলেন।
এবি/রাতদিন