ভোলা বোরহান উদ্দীনে মহানবী’কে (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসুল্লীদের উপর নির্মম হত্যাকান্ডেদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২২ অক্টোবর বিকেলে রংপুর সিটি পার্ক মার্কেটের সামনে রংপুর জেলা ও মহানগর ইসলামী শাসনতন্ত ছাত্র আন্দোলন আয়োজনে সংক্ষপ্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
রংপুর মহানগর সভাপতি এইস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহা. লিয়াকত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার সভাপতি এ টি এম গোলাম মোস্তফা।
এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সহ-সভাপতি আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার সহ-সভাপতি মাও. খাইরুল ইসলাম, মহানগর সেক্রেটারী আব্দুল রহমান ফারুকী, জেলার সেক্রেটারী মুহা. মাহমুদুর রহমান রিপন, যুব আন্দেলন নগর সভাপতি মাও মুহ. এরশাদুল হক, জেলার সভাপতি সাও মুহা আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি মুহা. মোকসেদ আলী, জেলা সভাপতি মুহা. আবু তাহের, আশা ছাত্র আন্দোলন রংপুর নগর সহ-সভাপতি মুহা. একরামুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সিটি পার্ক থেকে নগরীর পায়রা চত্ত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পার্ক চত্ত্বরে এসে দোয়া মুনাজাতের মাধমে শেষ হয়।
বক্তরা বলেন, আমার মুসলমান আমাদের প্রানের স্পন্দন হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করে কোন দুশমন বাংলার জমিনে ছাড় পায়নি, পাবেও না। ৯২ ভাগ মুসলমানদের দেশ আল্লাহ ও রাসুল (সা) এর বিরুদ্ধে কুটক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে। তা না হলে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে সারা বাংলার ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এনএইচ/রাতদিন