মৃত্যুঝুঁকি বাড়বে কাঁচা খেজুর রস পানে

‘সারাদেশে উৎসব করে খেজুরের রস খাওয়া হচ্ছে। কাঁচা খেজুর রস খাওয়ার ফলে বাঁদুরবাহিত ভয়াবহ নিপাহ রোগ ছড়াতে পারে।’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা এসব কথা বলেছেন।

তিনি মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি আইইডিসিআরের আয়োজনে ‘নিপাহ বিস্তাররোধে জনসচেতনতা : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, ‘নিপাহ রোগে মৃত্যুঝুঁকি অনেক বেশি। চলতি বছর নিপাহতে দুজন আক্রান্ত হওয়ার পর একজন মারা গেছেন। ফলে তিনি না ফুটিয়ে রস পান না করার পরামর্শ দেন।

ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা, ‘সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কাঁচা খেজুরের রস পান করতে দেখা যায়। তিনি যখন অনুষ্ঠানে কাঁচা খেজুরের রস পান করেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ফলাও করে প্রচার হয় তাতে মানুষ কাঁচা খেজুরের রস পানে উৎসাহিত হয়। যার ফলে মৃত্যুঝুঁকি দেখা দিতে পারে।’

তিনি বলেন, ‘২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০৩ জন নিপা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ২১১ জনের মৃত্যু হয়। শতকরা হিসাবে এ সংখ্যা দাড়ায় প্রায় ৭০ ভাগ।’সূত্র : জাগোনিউজ

এইচএ/রাতদিন