রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যে ১৫টি নতুন ট্রেন চালু করা হবে।
রেলমন্ত্রী বলেন, কোচ ও ইঞ্জিন সংকটের কারণে নতুন ট্রেন চালু করা যাচ্ছে না। চলতি বছরেই ২২০টি কোচ হাতে পাবে রেলওয়ে। আর এসব কোচ পাওয়া গেলে ২০২০ সালের জুনের মধ্যে নতুন ১৫টি ট্রেন চালু করা হবে।
বুধবার, ২৪ জুলাই দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলী কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রেলে ইঞ্জিন সংকটকে বড় বাধা হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘রেলওয়েতে পর্যায়ক্রমে কোচ এলেও ইঞ্জিন সংকট রয়েছে। এই সংকটরে প্রেক্ষিতে ভারত থেকে ২০টি ইঞ্জিন ভাড়ায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনগুলো দিয়ে ট্রেন চালাতে গিয়ে সিডিউল ঠিক রাখা যাচ্ছে না। চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে পড়ছে।’
মিটারগেজের ২৬টি কোচ দিয়ে নতুন ট্রেন চালু করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রংপুরে মাত্র একটি ট্রেন যাওয়া-আসা করে। এর জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ ওই ট্রেনের শিডিউল ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিপর্যয় ঘটছে। সেটি মাথায় রেখে ঈদের আগেই নতুন ২৬টি কোচ দিয়ে ওই রুটে নতুন একটি ট্রেন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগেই ট্রেনটি চালু করা হবে।’
এইচএ/রাতদিন