রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত ৪২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার, ১৮ মার্চ রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডাক্তার সুলতান আহমেদ এই তথ্য জানান
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রংপুর জেলায় ৬, গাইবান্ধায় ৩৪, নীলফামারীতে ৩০, কুড়িগ্রামে ২৪, লালমনিরহাটে ৫, দিনাজপুরে ৬, পঞ্চগড়ে ৪ এবং ঠাকুরগাঁওয়ে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অন্যদিকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ জন।
তিনি আরও জানান, দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা বাবা-ছেলের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। তারা ভালো আছেন।
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মি: আহমেদ বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই সুস্থ আছে, তাই আশপাশের মানুষদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহাম্মেদ জানান, ‘বিদেশ থেকে ফিরলেই হোম কোয়ারেন্টাইনে অবস্থান করতে হবে।’
তিনি জানান,রংপুরের বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ১৪ দিন সেখানেই অবস্থান করবেন।
উল্লেখ্য, রংপুরের বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম সম্প্রতি সরকারি কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে গত মঙ্গলবার ফিরে অসুস্থ অনুভব করলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
জেএম/রাতদিন