সময় টেলিভিশনের রংপুর প্রতিনিধি সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও লালমনিরহাটে দৈনিক ভোরের পাতা’র সাংবাদিক আসাদুল ইসলাম সবুজের উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
রোববার, ২১ মার্চ সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে বুড়িমারী-লালমনিরহাট সড়কে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা ও মাননবন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সহ-সভাপতি স্বপন কুমার দে, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন নিশান, মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খানসহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন, রিপোর্টস ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমন, আনন্দ টেলিভিশনের সাংবাদিক রাকিবুল হাসান রিপন, বিএমএসএফ’র আহবায়ক নুরনবী সরকার, রির্পোটার্স ক্লাবের সম্পাদক ইউনুস আলী, সহ-সভাপতি নজরুল ইসলাম, দৈনিক অধিকারের হাসানুজ্জমান হাসানসহ অন্যান্যরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তথ্য চাইতে গিয়েও লাঞ্ছিত হচ্ছেন সংবাদকর্মীরা। এসব অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে, প্রয়োজনে সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সভায় ঘোষণা দেয়া হয়।
জেএম/রাতদিন