রংপুরে অসহায় পঙ্গু শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

রংপুরে দুস্থ, পঙ্গু, অসহায় ও বয়স্ক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর মেডিকেল মোড়ে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ-কমিটির আয়োজনে পরিচিতি সভা ও বেকার দুস্থ. পঙ্গু, অসহায় ও বয়স্ক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ-কমিটির সভাপতি মতলুবার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাতমাথা বাস স্ট্যান্ড উপ-কমিটির সম্পাদক আব্দুল রশিদ রতন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ-কমিটির সম্পাদক শাহাজান সিরাজ। অনুষ্ঠানের শুরুতেই নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। তারপরে অতিথিদের কে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন উপ-কমিটির নেতৃবৃন্দ।

এনএ/রাতদিন