রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাকে নিজেকে সাজাতে ক্রেতাদের ভিড় এখন বিভিন্ন শপিং মল গুলোতে। ঈদকে ঘিরে ক্রেতা চাহিদা মাথায় রেখে বিক্রেতারাও এনেছে নানা ডিজাইনের সব বয়সীদের পোশাক।
ঈদকে সম্পূর্ণভাবে উপভোগ করতে নতুন পোশাকের বিকল্প নেই। ক্রেতারাও এসময় পোশাক কেনকাটায় খুঁজছে একটু ভিন্নতা। নিজেকে কিছুটা হলেও আলাদাভাবে সাজানোর প্রবণতা থাকে সবার মাঝেই।
পছন্দের পোষাক কিনতে তাই পিছিয়ে নেই শিশুরাও। ঈদ আনন্দের পূর্ণতা আনতে বাবা-মায়ের সঙ্গে কেনাকাটা করছে তারাও।
হনুমান তলা মার্কেট, জেলা পরিষদ মার্কেট, জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানী শপিং মল, জামাল মার্কেট ও ছালেক মার্কেট সহ রয়েছে শিশুদের বিভিন্ন ধরণের পোশাকের দোকান। বাজার ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি দোকানেই উপচে পড়া ভিড়।
ব্যবসায়ীরা বলছেন এখন বাজারে বেশিরভাগ ক্রেতাই রংপুরের বাইরের। এর কারণ হতে পারে বেতন, বোনাস না পাওয়া ।
তবে তারা জানিয়েছেন, অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে চাপ থাকে কিছুটা বেশি। দুই তিনদিনের মধ্যে এই চাপ আরও বাড়বে বলে জানান তারা।
শিশুদের কাপড়ের দোকানের পাশাপাশি খেলনার দোকানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সের শিশুরা তাদের মা কিংবা বোনের হাত ধরে কিনছেন খেলনা সামগ্রী।
অন্যান্যবারের তুলনায় এবার শিশু সামগ্রী বিক্রির পরিমান বেড়েছে বলে জানন ব্যবসায়ীরা।
জেএম/রাতদিন