রংপুরে নির্দেশনা উপেক্ষা করায় ৩ কোচিং সেন্টার সিলগালা

করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অথচ সরকারি নির্দেশনা উপেক্ষা করে রংপুর নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে চলছে বিভিন্ন ক্লাসের পাঠদান ও পরীক্ষা এবং চাকুরীতে নিয়োগের ক্লাস। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে একই বেঞ্চে তিন থেকে চারজন শিক্ষার্থীকে বসিয়ে গাদাগাদি করে পড়ানো হচ্ছে। এ ধরণের তিনটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ  সোমবার, ২৩ নভেম্বর নগরীর খামার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিক্ষার্থীদের ব্যাচ করে পড়ানোর দায়ে নিউরন, মেধা সিঁড়ি ও ক্যাম্পাস কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কোচিং সেন্টার তিনটি সিলগালা করে দেয়া হয়।

মাহমুদ হাসান মৃধা জানান, এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানে তাঁর সাথে ছিলেন র‌্যাবের(র‌্যাব-১৩) কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান।

আরআই/রাতদিন